Sunday, September 3, 2023

   সোমব্রেরো ফল আউট


রিচার্ড ব্রটিগান


হ্যাম-বার্গার

 

কাজ হারানো লোকটার মাথায় একটা চিন্তা খেলে গেল। সোমব্রেরোটা এখনো রাস্তায় পড়ে আছে। মেয়রের পিসতুত ভাই সেটা তুলতে পারেনি। ওটা তুলতে গিয়ে সে লাফিয়ে পিছিয়ে এসেছে যেন তার হাতে মৌমাছি কামড় দিয়েছে।

সোমব্রেরো পড়ে আছে সেখানেই।

হয়ত কাজ হারানো লোকটা যদি সোমব্রেরোটা তুলে মেয়রের হাতে দেয় হয়ত মেয়ের তাকে একটা চাকরি করে দেবে আর তাহলে সে বেরি খাওয়া বন্ধ করে অনেক হ্যাম-বার্গার খেতে পারবে।

রাস্তায় পড়ে থাকা সো্মব্রেরোটার দিকে আবার দেখল সে, তার জিভে  জল চলে আসছিল হ্যাম-বার্গারের কথা ভেবে যার উপর থাকবে প্রচুর পেঁয়াজ আর টম্যাটো সস।

এ সুযোগ সে হাতছাড়া করবে না।

সে হয়ত আর কখনোই চাকরি পাবে না যদি না সে সোমব্রেরোটা তুলে মেয়রের হাতে দিতে পারে।

সে তখন কী করবে যখন ঋতু পালটে বেরি হওয়া বন্ধ হয়ে যাবে?

কী খারাপ ভাবনা।

আর বেরি নয়।

যদিও এখন বেরি খেতে তার ঘেন্না লাগে কিন্তু কিছু না খাওয়ার থেকে বেরি খাওয়া ভালো। তখন সে কী করবে যখন আর বেরি থাকবে না।

এই সোমব্রেরোটা যেটা এখন রাস্তায় পড়ে আছে সেটাই হয়ত তার শেষ সুযোগ।

 

No comments:

Post a Comment