Saturday, January 29, 2022

দুটো কবিতা

 





সেসব দিনগুলো


সেসব দিনগুলোতে তখনো
হাড়ের গলায় বাঘ ফুটে যেত অনায়াস
সেসব দিনগুলোতে বলা যেত
দেখে শুনে হাসি পায় রে
তোদের রক্ত-কারখানা।
একদিন সেই দেব শিশু
পড়ে ছিল পার্ক-স্ট্রিট বইমেলার ঘাসে
অমলিন।
আমরা তাকে আড়াল করে
বসে পড়লাম চারধারে।
আর হাসলাম এটা ভেবে যে
তার বাবাকে সে বলেছিল-
তুমি আরো একটা বিয়ে করো বাবা
আমরা একটা জয়েন্ট একাউন্ট খুলি।



চাইলে


তুই চাইলে
তোর হাত ধরে
চলে যেতে পারি ব্যাবিলন
মাছ ভাজা খেতে।
তুই চাইলে
আরো কিছুদিন
মৃত্যু ঠেকিয়ে
তোর পাশে শুয়ে থাকতে পারি।
আরো কিছুটা দম নেওয়া যায়
হুমড়ি খাওয়া দেওয়াল এড়িয়ে।
ভেবে দেখ আমার এই জ্বর তুই
গায়ে মাখবি কি?