Friday, September 22, 2023

  সোমব্রেরো ফল আউট


রিচার্ড ব্রটিগান


কালো

 

এখন মনে হচ্ছে সোমব্রেরো নিয়ে বলা ঘটনাগুলোকে একটু থামিয়ে সোমব্রেরোটাকে একটু মন দিয়ে পরীক্ষা করা দরকার।

এখনো অবধি সোমব্রেরো নিয়ে যেটুকু জানা গেছে তা হলোঃ

১) ওটা আকাশ থেকে খসে পড়েছিল।

২) ওটার মাপ ৭ ১/৪।

৩) ওটা খুব ঠাণ্ডা।

আরো কিছু বিষয় সোমব্রেরো নিয়ে যা কাজে লাগতে পারেঃ

৪) সোমব্রেরোটার রঙ কালো (মজার ব্যপার হলো এর আগে এটা নিয়ে কিছুই বলা হয়নি।)

৫) এটা জানা গেছে যে সোমব্রেরোটা খুব ঠাণ্ডা কিন্তু তাপাংক ঠিক কত তা আগে জানানো হয়নি। এখন জানা যাক, সোমব্রেরোর তাপাংক শূন্য তাপাংকের ২৪ ডিগ্রি নীচে।

মানে সোমব্রেরোটা ভালোই ঠাণ্ডা।

বিশেষত যখন রাস্তার তাপাংক ৮১ তখনো সোমব্রেরোর তাপাংক সেই শূন্যের ২৪ ডিগ্রি নীচেই রয়েছে। সূর্য তাকে প্রভাবিত করতে পারছে না।

এবং সেটাই সোমব্রেরোটাকে আলাগ করেছে।

এখনকার মতো এটুকুই যথেষ্ট আর লোক দুটো এখনো কান্না থামায়নি আর ধীরে ধীরে একটা ভিড় জমতে শুরু করেছে আর আপনি জানতেন এটা ঘটবে আগে বা পরে, তো এতে অবাক হওয়ার কিছু নেই যে লোকজন তাদের বাড়ি থেকে দোকান থেকে বেরিয়ে পড়েছে রাস্তায় তিনটে লোক আর সোমব্রেরো দেখবে বলে।

গতির একটা পরিবর্তন ঘটছে এখন।  

কিছুক্ষণের মধ্যেই এই পরিচ্ছেদটাকে বলা হবে পুরনো দিনের সেই সময় যখন মানুষ একে অপরকে ভালোবাসত আর পৃথিবীতে শান্তি বিরাজ করত।


No comments:

Post a Comment