Monday, August 28, 2023

  সোমব্রেরো ফল আউট



রিচার্ড ব্রটিগান






শ্বাস প্রশ্বাস

 

প্রথমবার যখন তার মেয়েটি্র সাথে দেখা হলো এক রাতে সানফ্রানসিস্কোয় সে তখন পুরো মাতাল। মেয়েটি কাজের পর তার অফিস কলিগদের সাথে একটি পানশালায় গিয়েছিল। সে মদ খেতে পছন্দ করত না কারণ টিপিক্যাল জাপানিদের মতোই মদ খেলেই তার চড়ে গিয়ে বমি হতো আর তাছাড়া মদ খাওয়ার পর তার শরীরে যে অনুভূতি হতো তা তার ভালো লাগত না। তার মাথা ঘুরত।

তাই সে পানশালায় খুব একটা বেশি যেত না।

সে রাতে কাজ শেষ করার পর মেয়েটি খুব ক্লান্ত ছিল কিন্তু তার দু কলিগ তাকে টেনে নিয়ে গেল কাছের এক পানশালায় যেখানে তরুণ প্রজন্ম ভিড় জমায়।

যখন পানশালার উঁচু একটা টুলে বসে সে যখন ঘুরে তাকাল তখন সে পুরো মাতাল, যে অভিজ্ঞতা তার নতুন নয়, আর দেখল মেয়েটিকে তার ইউনিফর্ম পরে বসে থাকতে, সে কী আর জানত যে ঠিক দু বছর পর তাকে এভাবে মেঝেতে বসে থাকতে হবে ছড়ানো টুকরো কাগজগুলোর ভেতর যাতে রয়েছে আকাশ থেকে ঝরে পড়া সোমব্রেরোর কথা আর তার দু চোখ বেয়ে গড়িয়ে চলেছে জলধারা পাহাড়ের কোলে এক খাঁড়ির মতো আর তার কোনোদিনই কোথাও যাওয়ার নেই। আর তার জীবন ক্লান্ত হয়ে পড়বে তাকে শ্বাস নিতে নিতে একদিন।  

 

No comments:

Post a Comment