Monday, August 21, 2023

 সোমব্রেরো ফল আউট




রিচার্ড ব্রটিগান


জাপানি

 

ইউকিকোর ঘুমের সাথে তার লম্বা জাপানি চুলও ঘুমোয় তার চারধারে। সে জানত না যে তার চুলও ঘুমোচ্ছিল। প্রোটিনেরও ঘুমের দরকার আছে। সে ওভাবে ভাবেনি। তার চিন্তাগুলো আসলে ছিল খুবই সাধারণ।

সে সকালবেলা চুল আঁচড়েছেঘুম থেকে উঠে সে প্রথমে ওটাই করে। সে সবসময় খুব যত্নকরে চুল আঁচড়ায়। সে কখনো কখনো মাথার উপর চূড়ো করে প্রাচীন জাপানিদের মতো খোঁপা বেঁধে রাখে। কখনো সেটাকে লম্বা ছেড়ে রাখে, যা ছুঁয়ে ফেলে তার নিতম্ব।

সানফ্রানসিসকোয় সন্ধ্যে দশটার কিছুটা পরের সময়। তার বিছানার পাশের জানালায় বৃষ্টির ছাঁট এসে পড়ছিল।কিন্তু সে তার শব্দ টের পেল না কারণ সে ছিল গভীর ঘুমে।  চিরকালই তার ঘুম বেশ গভীর আর মাঝে মাঝে সে ঘুমোত টানা অনেক্ষণ ধরে, প্রায় বারো ঘণ্টা টানা। সে ব্যাপারটাকে উপভোগ করত যেনবা সে হাঁটতে বেরিয়েছে বা একটা দারুণ রান্না করছে। সে আসলে খেতেও ভালোবাসে।

যখন অক্ষর ভর্তি কাগজটাকে সে ছিঁড়ে ফেলছিল যা লেখা একটা সোমব্রেরো নিয়ে যা ঝরে পড়েছে আকাশ থেকে তখন মেয়েটি ঘুমোচ্ছিল। তার সাথে ঘুমোচ্ছিল তার মাথার চুলও, তার পাশে দীর্ঘ একটা অন্ধকার হয়ে। তার চুল স্বপ্ন দেখছিল সকালে যত্ন নিয়ে আঁচড়াবার ঘটনাটুকু। 

No comments:

Post a Comment