Sunday, June 19, 2016

প্রেয়ার ফ্ল্যাগগুলো


তুমি আর ফিরবে না
ফিরতে পারবে না আর,
জানিয়েছ।

নদীও পারে না ফিরতে,
তবু পুরনো ছবিগুলো জলের গভীরে কোথাও
গা ঢাকা দিয়ে ঠিক র‍্য়ে যা্বে

জলের উপর হাত রেখে ডাকলে
তারা যে ভেসে উঠে আঙুলে জড়ায়
সেতো তুমি জানো।

সেই যে ছমাস পর তোমার স্মৃতির সাথে
আমার স্মৃতির দেখা হয়ে গেল
কাঠের একটা ঝুলন্ত ব্রিজের উপর

যেখানে আমরা কেউ নেই।

হাওয়া দিচ্ছিল আর প্রেয়ার ফ্ল্যাগগুলো
বাতাসের কানে কানে গল্প করছিল আমাদের।
ব্রিজটাও কি দুলে উঠল সেই কথা শুনে?

কখন এলে?
যেন তুমি জানতে তুমি ডাকলেই
তারা আসবে,
ভেসে উঠবে জলের উপর।
অথবা বন বাদাড় ভেদ করে
ছুটে আসবে চেনা সব হাওয়া

ওই প্রেয়ার ফ্ল্যাগগুলো সাক্ষী
যারা হই হই করছে এখন।

No comments:

Post a Comment