Friday, June 3, 2016

জ্যাক মিশেলিন-এর কবিতা

জ্যাক মিশেলিন একজন আমেরিকান কবি। রাস্তা ঘাটে কবিতা পড়ে বেড়াতেন। কোন বড় প্রকাশক তার বই কখনো প্রকাশ করেনি। বেশির ভাগ বই বেরিয়েছে লিটল ম্যাগাজিন প্রকাশকদের প্রকাশনা থেকে। স্ট্রিট পোয়েট মিশেলিন বেঁচেছিলেন দারিদ্রের সীমা বরাবর। হার্ট অ্যাটাকে মারা যান ১৯৯৮-এর ২৭এ ফেব্রুয়ারি। তাকে বিট জেনারেশনের কবি বলা হলেও তিনি মনে করতেন ‘বিট জেনারেশন আসলে একটা মিডিয়া ফ্যান্টাসি। এই প্রথম বাংলায় তার কবিতা। অনুবাদ ~ শুভঙ্কর দাশ।








পৃথিবীর শিশুদের জন্য একটি কবিতা


একটি শিশু হাঁটছে স্বপ্নের ভেতরে
সেই তারার রাত্রিতে মেয়েটির চোখ দুটো নাচছে
যেদিন পূর্ণিমার চাঁদ উঠবে
জিপসিরা ফিরবে ঘরে
তারা চিরদিনের জন্য ঘরে ফিরে আসবে
আর সমস্ত নৌকো যা কখনো জলে ভাসেনি
চিরকালের জন্য ভেসে যাবে জলে
আর যে সমস্ত ফুল বড় হয়ে ওঠেনি
চিরটাকালের জন্য ফুটে উঠবে
একটি শিশু হাঁটছে স্বপ্নের ভেতরে
আর সমস্ত তারা যারা চমকায়নি ঝকমক করে উঠবে চিরদিনের জন্য
আর সমস্ত শিশু যারা নাচতে পারেনি এতদিন তারা নাচবে চিরটাকাল
একটি শিশু হাঁটছে স্বপ্নের ভেতরে




তাই শুধু সৃষ্টিশীল যা সীমিত


যখন ভালবাসা সৃষ্টি করে
যখন স্নেহ সৃষ্টি করে
সে শব্দ সমস্ত শব্দের ভেতর সেরা
যখন মানুষ আর মানুষী সৃষ্টি করে এক শিশুর জন্ম হয়
যখন ভয় সৃষ্টি করে রাগ জন্মায়
যখন নিঃসঙ্গতা সৃষ্টি করে হতাশা জন্মায়
যখন ব্যবসা সৃষ্টি করে অতিক্রিয়তা জন্মায়
যখন খবরের কাগজ সৃষ্টি করে রাজনীতিবিদ জন্মায়
যখন আর্ট গ্যালারি সৃষ্টি করে তখন টাকার জন্ম হয়
কবরখানা সৃষ্টি করে না
মিউজিয়াম সৃষ্টি করে না
হাঁসপাতাল সৃষ্টি করে না
জেলখানা সৃষ্টি করে না
শক্তি সৃষ্টি করে না
শুধু ভালবাসাই সৃষ্টিশীল
আর তা খুবই সীমিত





সবুজ


লোভের রঙ সবুজ আর ঘাস আর গাছের পাতার
সবুজ চোখ ডাইনি আর মাগিদের
মাঠ আর পাহাড়ের রঙ সবুজ
আইসবক্সে পচতে থাকা বুকাওস্কির
চিজের রঙও সবুজ
সবুজ ফারলিংগেট্টির টুপি আর বিল সারোয়ানের বুক
নরমান মেলারের মুখের চারদিকের বলয়ও সবুজ
সবুজ জেনিস জপলিনের আকাশ আর তার বুক
জ্যাক কেরুয়াকের মটরের স্যুপের রঙও সবুজ
যা তাঁর মা বানাতেন তাঁর জন্য
সবুজ আমার গ্যাম্বলার প্যান্টের রঙ
সবুজ জেড পাথরের রঙ
ব্রোকলি সবুজ, পালং শাক আর মটরও সবুজ
সাপেরা সবুজ, মুল্ডন এল্ডার সবুজ, চার্লিও সবুজ
রাসপুটিন ছিল লাল আর সবুজ, লাল আর সবুজে মিলে হয় বাদামি
সবুজ বেড়ালের চোখগুলো, পান্না, জেড পাথর
জঙ্গল ভর্তি সবুজে
গ্রিনবে প্যাকারসরা সবুজ
পিশাচের চোখ সবুজ
আমার পাছা যখন ব্যাথা করে তা সবুজ
ওয়াল স্ট্রিট সবুজ
স্যা্মরক্স সবুজ
সেন্ট প্যাট্রিক্স ডে সবুজের সমুদ্র
পুরোহিত আর নানরা সবুজ নাড়ায়
সবুজ মানায় লাল, নীল আর হলুদ আর অফ হোয়াইটের সাথে
সমুদ্র সবুজ
আছে সবুজ টুপি, ব্লাউজ, স্টকিং, প্যান্ট আর
হ্যাণ্ডব্যাগ
সবুজ একটা কঠিন রঙ
সবুজের থেকে দূরে থাকুন
ওটা আপনার নাকের ফুটোর কফ-দলা
সাবধান লাল টুপি পরা সবুজ ছেলেপুলেদের থেকে
টাকা ছাপা হয় সবুজে
জলদস্যুরা সবুজ পরে
পৃথিবীর মাঠ সবুজ, হলুদ আর নীল
সমুদ্র সবুজ
লতা পাতায় জড়াজড়ি সবুজ
পৃথিবী সবুজে ভর্তি
সবুজ চোখো বেড়ালটা রাস্তা দিয়ে নেচে নেচে গেল
সবুজ, আমি তোমায় ভালবাসি সবুজ

2 comments:

  1. সবুজ কবিতাটার জন্য এই লিংকে বারবার আসা যায়। দারুন কাজ হয়েছে শুভঙ্কর দা

    ReplyDelete