Saturday, March 12, 2016

রাগ করে


মাঝে মাঝে হুক খুলে দেয়াল পাল্টায়
 পেন্টিং গুলো। 
এমন নয় যে একই দেয়ালে
 কালী আর মার্ক্স এর ছবি রেখে 
ধূপ দেখাই আমি 
তাই রাগ করে চলে যাচ্ছে এদিক ওদিক।

 এই তো আজ দুপুরের ভাত ঘুম ভেঙ্গে দেখি
 এক মক্কেল এক দেয়াল থেকে হুক খুলে
 চলে যাচ্ছে অন্য দেয়ালে কোনরকম 
ভনিতা আড়ম্বর ছাড়াই অম্লানবদনে
 যেন এটাই নিতান্ত স্বাভাবিক প্রাকৃতিক ব্যাপার।

 সত্যি এ পৃথিবীর কতোটুকু জানি আর
 ভেবে চোখ বুজে ফেললাম আবার,
 ঘুম থেকে উঠে দেখব কোন দেয়াল পছন্দ হল।

No comments:

Post a Comment